এলআইসিটি প্রকল্প আয়োজন করেছে নবব‍র্ষ ই-কা‍র্ড ডিজাইন প্রতিযোগিতা

এম. মিজানুর রহমান সোহেল - ০৫ এপ্রিল ২০১৭, সময়-১২:২০

সরকারের এলআইসিটি প্রকল্প আয়োজন করেছে 'নবব‍‍র্ষ ই-কা‍র্ড ডিজাইন প্রতিযোগিতা-১৪২৪'। ছবি: সংগৃহীত 

(প্রিয়.কম) বাংলা নব‍ব‍র্ষ বরণ বাঙালি জাতির প্রাণের উৎসব। এ প্রাণের উৎসবকে স্মরণীয় ও রঙিন করে বরণ করতে এবং সৃজনশীল তরুণ ডিজাইনারদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের এলআইসিটি প্রকল্প আয়োজন করেছে 'নবব‍‍র্ষ ই-কা‍র্ড ডিজাইন প্রতিযোগিতা-১৪২৪'। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির অন্যান্য সেক্টর ছাড়াও গ্রাফিক ডিজাইন এর মধ্যে অন্যতম।

এপ্রিল ২ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৮ এপ্রিল শনিবার রাত ১২টা পর্যন্ত। সেরা ডিজাইনারের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি উন্নতমানের গ্রাফিক ট্যাবলেট। তাছাড়া নির্বাচিত সেরা কার্ড দিয়েই বাংলাদেশ আইসিটি পরিবার সবাইকে নবব‍র্ষের শুভেচ্ছা জানাবে।

তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের ফেসবুক পেজ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলী এবং  বিস্তারিত জানা যাবে। তাছড়া সরাসরি এই লিংকে ক্লিক করে নিয়মাবলী জানা যাবে এবং এই লিংকে ক্লিক করে ডিজাইন জমা দেয়া যাবে। 

এলআইসিটি প্রকল্প  তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা, জনশক্তি গড়ে তোলা, এ শিল্পের প্রসারের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। দেশের প্রায়  প্রতিটি জেলার  শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ ও বিশ্ববিদ্যালয়) প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা‍র্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তার নিরিখে বেসিস অ্যান্ড টপআপ দুটো ক্যাটাগরীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।