০৫ এপ্রিল ২০১৭, 

 

নববর্ষ উপলক্ষে ই-কার্ড নকশার প্রতিযোগিতা

বাংলা নববর্ষ উপলক্ষে এলআইসিটি প্রকল্প আয়োজন করেছে ‘নববর্ষ ই-কার্ড ডিজাইন প্রতিযোগিতা ১৪২৪’। ২ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। সেরা ডিজাইনারের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি গ্রাফিকস ট্যাবলেট। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের এলআইসিটি প্রকল্পের ফেসবুক পেজ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মাবলি এবং বিস্তারিত জানা যাবে। তা ছাড়া https://goo.gl/XNxfxB ঠিকানার ওয়েবসাইটে গিয়ে নিয়মাবলি পাওয়া যাবে।