আর একদিন পরেই বসছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তির আসর| তিন দিন ব্যাপী প্রযুক্তির এ উৎসব ঘিরে রয়েছে নানা আয়োজন। দেশ-বিদেশের প্রযুক্তিবিদদের সমাগমে মুখর থাকবে বৃহৎ এ আয়োজন।
১৯ থেকে ২১ অক্টোবরের এ আয়োজনটি আগামী বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। তথ্য প্রযুক্তি নিয়ে বৃহৎ এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলায় অংশ নিচ্ছে ৪০০টি সফটওয়্যার কোম্পানি। এছাড়া অংশ নিচ্ছে মাইক্রোসফট, ফেইসবুক, একসন্সোর, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ খ্যাতনামা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতষ্ঠিান।থাকছেন প্রায় ৪৩ জন বিদেশি আইসিটি বিশেষজ্ঞ।
প্রদর্শনীতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনারস কনফারেন্স ও আইসিটি এডুকেশনের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ মেলায় ডিজিটাল ওয়ার্ল্ডের তরুণ শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য থাকবে সফটওয়্যার শোকেসিং জোন, ই-গভর্নেন্স এক্সপোজিশন জোন, মোবাইল ইনোভেশন জোন, ই-কমার্স এক্সপো জোন, স্টার্টআপ জোন, গেমিং জোন। এছাড়াও থাকবে আইসিটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, আইসিটি এডুকেশন সম্মেলন।
প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। সহযোগী পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি (বিডব্লিউআইটি),সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ আইসিটি জার্নালিস্টফোরাম (বিআইজেএফ) ও বোল্ড, প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই)।
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।