এক জায়গা থেকে সরকারি সব তথ্য ও সেবা পেতে বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার (বিএনইএ) শীর্ষক প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। নতুন প্রযুক্তি উদ্ভাবনে 'ওপেন গ্রুপ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' অর্জন করেছে বিসিসি।
আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী বিসিসির প্রতিনিধির কাছে পুরস্কারটি হস্তান্তর করবেন। সরকারের এলআইসিটি প্রকল্প ও যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের (ইওয়াই) সহযোগিতায় এ প্ল্যাটফর্মটি উদ্ভাবন করা হয়। এলআইসিটি প্রকল্পের উপ-পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, বিএনইএ'র মাধ্যমে ভুল তথ্য ধরা সহজ হবে; একই সঙ্গে ব্যয় কমবে। সরকারি সব তথ্য ও সেবা এক জায়গায় থাকায় ঝামেলা কমে আসবে। উল্লেখ্য, ওপেন গ্রুপ আর্কিটেকচার, আইটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি এবং ওপেন প্ল্যাটফর্ম ক্যাটাগরিতে উদ্ভাবন ও উৎকর্ষের জন্য প্রেসিডেন্ট পুরস্কার প্রদান করে থাকে।