দেশের তথ্যপ্রযুক্তি খাতের মধ্যম প‍র্যায়ের ব্যবস্থাপকদের জন্য নেতৃত্ব, ব্যবসা উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, কা‍র্যকর যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে চালু হলো বিশেষায়িত প্রশিক্ষণ ক‍র্মসূচি। তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের উদ্যোগে চালু হওয়া এই প্রশিক্ষণ কা‍র্যক্রমের উদ্বোধন করা হয় আজ বুধবার ২১ মে হোটেল সোনারগাঁওয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে আমাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন মা‍র্কিন ডলার। আমাদের এ লক্ষ্য পূরণে  মধ্যম প‍র্যায়ের ব্যবস্থাপকদের ভূমিকা গুরুত্বপূ‍র্ণ। কারণ, মূলত তারাই এ খাতকে সামনে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। এ বিবেচনায় আমাদের এ প্রশিক্ষণ ক‍র্মসূচি।' 

আগামী দেড় বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ৫০০ জন মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের এ প্রশিক্ষণ ক‍র্মসূচির আওতায় নিয়ে আসা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী একজন মোট ২০০ ঘন্টার নিবিড় প্রশিক্ষণ পাবেন, এরমধ্যে ১২০ ঘন্টা ব্যবস্থাপনা বিষয়ক এবং বাকী ৮০ ঘন্টা কারিগরি বিষয়ে। প্রশিক্ষণ কোর্সটি Indian Institutes of Management, Ahmedabad (IIMA)- এর Middle Management Programme এবং Indian            Institute of Technology, Delhi-এর Continuing Education (CE) Program-এর আদলে সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)- থেকে প্রশিক্ষণ কা‍র্যক্রম চলবে যেখানে দেশি-বিদেশী দক্ষ প্রশিক্ষকগণ এটি পরিচালনা করবেন। এলআইসিটি প্রকল্পের পক্ষে পুরো প্রশিক্ষণ কা‍র্যক্রম পরিচালনা এবং বাস্তবায়ন করবে ভারতীয় প্রতিষ্ঠান আ‍র্নস্ট এ্যান্ড ইয়ং। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী। তিনি বলেন, 'দেশের প্রায় প্রতিটি সেক্টরেই মধ্যম প‍র্যায়ের ক‍র্মক‍র্তা বা ব্যবস্থাপকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা দী‍র্ঘদিন ধরেই। আমরা শুরু করলাম। আমাদের সাথে আইবিএ যুক্ত হয়েছে। শুধু তথ্যপ্রযুক্তি খাতই নয়, তৈরি পোষাক শিল্প খাত থেকে শুরু করে অন্যান্য সব গুরুত্বপূ‍র্ণ খাতের জন্যও আইবিএ এমন কোর্স চালুর উদ্যোগ নিতে পারে। এরফলে, সামগ্রিকভাবে আমরা উপকৃত হবো।' 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামী আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উ‍‍র্দ্ধতন ক‍র্মক‍‍র্তাগণ এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শী‍র্ষস্থানীয় উদ্যোক্তাগণ।

 

 

প্রয়োজনীয় যোগাযোগ: হাসান বেনাউল ইসলাম, কমিউনিকেশন স্পেশালিস্ট, এলআইসিটি প্রকল্প, ০১৭১১৯৩৫৯৯৫, benaul.kajal@gmail.com